কিশোরগঞ্জে পুলিশ সুপারের ত্রাণ সামগ্রী বিতরণ।

 প্রকাশ: ০৩ এপ্রিল ২০২০, ১২:৪৮ অপরাহ্ন   |   রংপুর



মোঃআবু তাহের নীলফামারী জেলা ব্যুরো প্রধানঃ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলাতে পুলিশ সুপার ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।  অসুস্থ বেকার হয়ে পড়া দিনমজুর, ভ্যান চালক ও নিম্নআয়ের পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন নীলফামারী জেলার পুলিশ সুপার মোঃমোখলেছুর রহমান বিপিএম পিপিএম। বুধবার গভীররাতে নিজেই কিশোরগঞ্জ থানার অন্তর্গত নয়টা ইউনিয়নে বিভিন্ন গ্রামের দুস্থদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবুল বাশার, মোহাম্মাদ আতিকুর রহমান সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল পিপিএম -সেবা এবং অফিসার ইনচার্জ এম হারুন অর রশিদ ও কিশোরগঞ্জ থানার পুলিশ সদস্যরা।

রংপুর এর আরও খবর: