করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলার বিভিন্ন প্রান্তে, ছুটে চলছে।

 প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০, ০৯:৪২ পূর্বাহ্ন   |   রংপুর



মোঃ আবু তাহের নীলফামারী জেলা ব্যুরো প্রধানঃ

নীলফামারী, কিশোরগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার আবুল কালাম

 আজাদ  সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান

উপজেলা চেয়ারম্যান শাহ্ মোঃআবুল কালাম বারী (পাইলট) ও অফিসার ইনচার্জ (ওসি) এম হারুন অর রশিদ, শুধু নয়টি ইউনিয়নের  হাটবাজার না, ৮১ ওয়ার্ডের প্রতিটি মহল্লাতে দিনরাত বিরামহীন ভাবে কাজ করে জাচ্ছেন। মরণব্যধী করোনাভাইরাস সমন্ধে গনসচেতনতা বৃদ্ধির লক্ষে। 


আজ রাতে নিজের হাতে দোকান বন্ধ করে দিলেন 

সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান, তবে বাজারে চাউল ও তেলের দাম কিছু টা বারতি হয়েছে। 


প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসমাগম এড়াতে  টহল ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করে জাচ্ছেন। 


  করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসমাগম এড়াতে প্রতিদিন কিশোরগঞ্জ  উপজেলার বিভিন্ন প্রান্তে,হাট-বাজার মহল্লাতে ছুটে চলছে । উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যদের নিয়ে টহল ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করেন।


 অফিসার ইনচার্জ (ওসি) এম হারুন অর রশিদ বলেন জনস্বার্থে এই কার্যক্রম অব্যাহত থাকবে। 

জনসমাগম এড়িয়ে চলুন , অপ্রয়োজনে বাহির হবেন না, অহেতুক রাস্তার মোড়ে আড্ডা দেয়া যাবে না। নিত্যপ্রায়োজনীয় দোকান ছাড়া সকল দোকান বন্ধ থাকবে,যার যার ঘরে অবস্থান করুন।


 উপজেলা চেয়ারম্যান শাহ্ মোঃআবুল কালাম বারী (পাইলট) বলেন  আতস্কিত হবেন না, নিজে সচেতন হোন,অন্যকে সচেতন করুন। নামাজ পরুন আল্লাহ কে ডাকুন , আল্লাহ  আমাদের হেফাজত করবেন ইনশাআল্লাহ।

রংপুর এর আরও খবর: