পবিত্র কুরআন কে পুঁজি করে কিছু ভন্ড প্রতারক বের হইছে ধান্দায়।
এমন এক প্রতারক বের হইছে যে কি না মাদ্রাসার কথা বলে মানুষের দ্বারে দ্বারে ঘুরে টাকা কালেকশন করে নিজের পেট ভরে।
হ্যাঁ এমন এক ব্যক্তি কে আজ টেকেরহাট এলাকা থেকে স্থানীয় লোকজন এ আটক করেছে। ঘটনা টা ঘটে রাজৈরের বদরপাশা ইউনিয়নের পাট্টাবুকা এলাকায়। এক ভন্ড নামধারী হুজুর এসে সবার দ্বারে দ্বারে ঘুরে কুরআন শরীফ লাগবে বলে সবার কাছ থেকে টাকা উত্তোলন করে, ঘটনা তের পেয়ে ওই এলাকার ইমাম সাহেব তাকে কিছু প্রশ্ন করলে সে তার সঠিক উত্তর দিতে পারে না, তারপর সে নিজেই স্বীকার করে তার প্রতারণার কথা, ওই প্রতারকের ঠিকানা গোপালগঞ্জ। তাকে ভালো হবার জন্য এলাকার লোক তাকে একটা সুযোগ দেয় ও ছেড়ে দেয়।