সম্প্রীতির বন্ধনে গুইমারা — ধর্মীয় উৎসব ঘিরে সম্প্রীতি সভা অনুষ্ঠিত।

 প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন   |   ধর্ম




দুর্গাপূজা, প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবরদান উপলক্ষে গুইমারায় সম্প্রীতি সভা অনুষ্ঠিত


মোঃ মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:


আসন্ন দুর্গাপূজা, প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবরদান উপলক্ষে খাগড়াছড়ির গুইমারা উপজেলায় সম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় এক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে।


২২ সেপ্টেম্বর (সোমবার) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আইরিন আকতারের সভাপতিত্বে সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল।


সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, হিন্দু, বৌদ্ধসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন এবং গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।


বক্তারা বলেন, ধর্মীয় উৎসব শুধু আচার পালনের বিষয় নয়, বরং এটি ভ্রাতৃত্ব, সহাবস্থান ও সৌহার্দ্য বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে মিলেমিশে এসব উৎসব শান্তিপূর্ণভাবে পালন করতে হবে।


জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার তাঁর বক্তব্যে বলেন, *“ধর্মীয় উৎসব উদযাপন আমাদের সামাজিক সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে। সবাইকে যার যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করতে হবে এবং পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।”*


সভায় উপস্থিত সবাইকে আসন্ন ধর্মীয় অনুষ্ঠানগুলো শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য একে অপরের প্রতি সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানানো হয়।

ধর্ম এর আরও খবর: