চুনতীর ১৯ দিনব্যাপী ৫৪তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.) উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক সাতকানিয়া
১৫ সেপ্টেম্বর ২০২৪ রবিবার যুগশ্রেষ্ঠ আলেম হযরত মাওলানা হাফেজ আহমদ প্রকাশ শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী ৫৪তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.) চট্টগ্রাম লোহাগাড়া চুনতীস্থ শাহ্ মনজিল সীরত ময়দানে অনুষ্ঠিত হয়। মাহফিলে দুই অধিবেশনে মোতাওয়াল্লী কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ ও লোহাগাড়া কলাউজান শাহ্ রশিদিয়া ফাযিল মাদ্রাসার সাবেক শিক্ষক আলহাজ্ব মাওলানা গোলাম রাসূল কমরি’র সভাপতিত্বে উদ্বোধোন করেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আওলাদে রাসূল (সা.) আলহাজ্ব মাওলানা সাইয়্যিদ আনোয়ার হোছাইন তাহের জাবেরী আল মাদানী। চুনতি হাকিমিয়া অনার্স মাস্টার্স মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন ও সাবেক অধ্যক্ষ হাফিজুল হক নিজামী এর যৌথ সঞ্চালনায় “নবী করীম (স.) এর শুভাগমন উপলক্ষে পূর্ববর্তী নবী ও রসূলগণের ভবিষ্যত বাণীসমূহের বর্ণনা” বিষয়ে আলোচনা করেন লোহাগাড়া আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা ওসমান গণি, “মুহাম্মদুর রসূলুল্লাহ (সা.) এর জন্ম বৃত্তান্ত, নবুয়্যত, পূর্ব জীবন, শৈশব ও যৌবনকাল ও পরিবারের সামাজিক অবস্থান” বিষয়ে আলোচনা করেন চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার প্রভাষক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ খোবাইব। “সততা ও আমানতকারীতার মর্যাদা এবং মিথ্যা ও খিয়ানতের ভয়াবহ পরিণতি” বিষয়ে আলোচনা করেন মাওলানা কুতুব উদ্দিন মনোয়ার, শেখেরখীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মুরশিদুল ইসলাম ফারুকী, “আর্থ-সামাজিক সমস্যার সমাধানে ইসলামের ভূমিকা” বিষয়ে আলোচনা করেন চকরিয়া সাহারবিল আনোয়ারুল উলুম কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা শফিউল হক জিহাদী। বক্তারা বলেন ইসলাম ও জাতির দুর্দশায় উম্মতে মোহাম্মদীর জন্য সিরত মাহফিলের ভূমিকা অপরিসীম,জাতির বর্ণগোত্রে চার্থিক মেরামত এর এক অন্যনা শিক্ষা কোস হিসাবে কাজ করে যাচ্ছে। কোরআন তেলাওয়াত করেন মাওলানা জালাল উদ্দীন মুনিরী, হাফেজ মাওলানা আবু বকর, না’আতে রসূল (সা.) পরিবেশন করেন মাওলানা হেলাল উদ্দীন মুহাম্মদ মুসা, মুহাম্মদ আতিকুল্লাহ আদিল, মাওলানা মুহাম্মদ কফিল উদ্দীন, হাফেজ মুজাহিদুল ইসলাম সোহেল। মাহফিলে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জামাত ইসলামি আমীর আলহাজ্ব শাহজাহান চৌধুরী,
মাহফিলে আরো উপস্থিত ছিলেন মাহফিল মোতওয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত,আলহাজ্ব আবু তাহের,মাওলানা কাজী নাছীর উদ্দিন,এইচ.এম. মাহাবুবুল হক।লোহাগড়া থানা আমীর আসাদুল্লাহ ইসলামিবাদী,বনফুল এর ব্যাবস্থপনা পরিচালক আলহাজ্ব এম এ শুক্কর,আলহাজ্ব কাজী আরীফুল ইসলাম,যাহেদুর রহমান,সাইফুউদ্দিন মোহাম্মদ তারেক প্রমুখ।