বড়াইগ্রামে জামায়াতে ইসলামীর উদ্যোগে সাংবাদিক ও পেশাজীবীদের সম্মানে ইফতার মাহফিল .

জাহিদ হাসান
স্টাফ রিপোর্টার
নাটোরের বড়াইগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী এর উদ্যোগে সাংবাদিক ও পেশাজীবীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ২১ মার্চ) উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্স ভবনে এ ইফতার মাহফিল এর আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বড়াইগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ হাবিবুর রহমান এর সভাপতিত্বে ও আবু বক্কর সিদ্দিক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা জামায়াতের আমীর ড. মীর নূরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসাইন খান, সহকারী সেক্রেটারি , জামায়াত ইসলামী মনোনিত এমপি প্রার্থী মাওলানা মোঃ আব্দুল হাকিম সহ উপজেলার বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিক, বিভিন্ন পেশাজীবী ব্যাক্তি বর্গ সূধীজন উপস্থিত ছিলেন।