গোপালগঞ্জ জেলার কৃতি সন্তান কার্তিক চন্দ্র সাহা এবার রাজশাহী ইয়াং কিংস একাডেমির হয়ে লড়বে!!!
আউয়াল ফকির ঃ
রাজশাহী ইয়াং কিং ক্রিকেট একাডেমির হয়ে গোপালগঞ্জ মোহামেডাম ক্রিকেট একাদশের বিপক্ষে ৩ টি ওয়ান্ডে ও ২ টি T20 ম্যাচ খেলবে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা দিগনগর ইউনিয়নের ভাজন্দী গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী নারু গোপাল সাহার ছোট ছেলে
কার্ত্তিক চন্দ্র সাহা।
আগামী ১ অগাস্ট ২০২২ ইং গোপালগঞ্জ ভ্যানুতে পৌছাবেন টিম। ২ রা অগাস্ট ২০২২
১ম ওয়ানন্ডে ম্যাচ শুরু হবে।
কার্তিক চন্দ্র সাহা সকলের নিকট আর্শীবাদ প্রার্থী।
আলোচিত বার্তা কে জানিয়েছেন দলের জন্য যেন সেরাটা দিতে পারি।
মুকসুদপুর উপজেলার পৌরসভার নবনির্বাচিত জনগনের মেয়র আশ্রাফুল আলম শিমুল ও মুকসুদপুর উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম, দিগনগর ইউনিয়নের চেয়ারম্যান হাজী মোহাম্মদ আলী, দিগনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম সাগর মোল্লা ও দিগনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম লিটু মোল্লা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন - কার্তিক চন্দ্র সাহাকে। এবং কার্তিক চন্দ্র সাহার সাফল্য কামনা করেছেন।