রোনালদো কে নিয়ে যা বললো ইব্রাহিমোভিজ।

স্টাফ রিপোর্টার,আউয়াল ফকির।
আমি পর্তুগিজ রোনালদো সম্পর্কে কিছু বলতে চাই জ্বলাতন ইব্রাহিমোভিচ। শেষ বার যখন আমি তাকে টিভি লাইভ প্রোগ্রামে দেখেছিলাম তখন তাকে বলতে শুনেছি যে, ফুটবল কিভাবে খেলতে হয় তা বিশ্বকে দেখানোর জন্যই নাকি ইশ্বর তাকে দুনিয়ায় পাঠিয়ে ছিলো।
কিন্তু প্রব্লেম টা এখানেই যে আমি এমন কিছুই দেখতে পাচ্ছি না তার ভিতরে, অথবা অন্য কারো ভিতরে। তবে ইশ্বর এমন একজন কে পাঠিয়ে ছিলো, তিনি ছিলেন ব্রাজিলিয়ান রোনালদো। যার খেলা প্রতিটি মানুষের মনে গাথা থাকবে আজীবন।