আজ রাতে দীর্ঘ কয়েক মাস পর মাঠে নামছে নেইমার ও তার বাহিনী।

স্টাফ রিপোর্টার,আউয়াল ফকির:
দীর্ঘ কয়েক মাস পর আবার ও মাঠে নামছেন নেইমারের পিএসজি। আজ রাত ১১ টার সময় অনুষ্ঠিত হতে যাচ্ছে ম্যাচটি, পিএসজি কোচ টুখেল কনফার্ম করেছে লে হার্ভের বিপক্ষে এই প্রিতি ম্যাচে খেলবেন নেইমার।
সামনের দুটি ঘরোয়া লিগের ফাইনাল ম্যাচ ও চ্যাম্পিয়ন্স লিগের প্রস্তুতি সেরে নিতে সব কয়েকটি প্রীতি ম্যাচে মেইন স্কোয়াডে খেলানোর ইঙ্গিত দিয়েছেন টুখেল।
আজ দীর্ঘদিন পর নেইমি ভক্তরা মাঠে দেখবে নেইমারের খেলা।