জাতীয় দলের শহীদ আফ্রীদি কে নেওয়াটাই ছিল বড় ভুল

 প্রকাশ: ২৫ জুলাই ২০২০, ১০:৩৯ পূর্বাহ্ন   |   খেলাধুলা


রাজৈর থানা প্রতিনিধি  মোঃ রিয়াজ


১৯৯৯ বিশ্বকাপে ওপেনার হিসেবে  শহীদ আফ্রিদিকে জাতীয় দলে নেওয়াটা ছিল সবচেয়ে বড় ভুল এমন মন্তব্য করেছেন। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক আমির সোহেল নিজের ইউটিউব চ্যানেলে এই বহিরপ্রকাশ ব্যক্ত করেন।১৯৯৯ বিশ্বকাপ শুরু হওয়া ঠিক আগেই তার অধিনায়কত্ব কেটে নেওয়া হয়।

ক্যাপ্টেন দেওয়া হয় সেই সময়ের জাগরণকারী পেস বোলিং ওয়াশিম আকরামকে।১৯৯৮ সালে নির্বাচকদের সাথে সোহেল নিজে আলোচনায় বসেন। সেখানে সে সিদ্ধান্ত নেন যে আমাদের ভাল মানের একজন ওপেনার দরকার দলে যে কিনা উইকেটে অনেকটাইম টিকে থাকতে পারবে। আমির সোহেলের পছন্দ ছিল মোহাম্মদ ইউসুফকে।কিন্তু সে কথা তো পাকিস্তান ক্রিকেট বোর্ড শুনেননি তার উল্টো করলেন তার অধিনায়কত্ব কেড়ে নিলেন শহীদ আফ্রিদিকে ঢুকালে। তার ভাষ্যমতে তখন শহীদ আফ্রীদি না পারত ঠিকভাবে বোলিং করতে না পারত ব্যাটিং করতে সবকিছুতেই চাপ সহ্য করতে পারত না এমন দাবি করেছে আমির সোহেল।

খেলাধুলা এর আরও খবর: