মেসির চোখের পানি মোছা টিস্যুর দাম ৮ কোটি টাকা।

 প্রকাশ: ১৭ অগাস্ট ২০২১, ০২:৩২ পূর্বাহ্ন   |   খেলাধুলা


প্রতিবেদক, টিপু সুলতান বিজয়ঃ 

 গত ৮ আগষ্ট বার্সেলোনা ছাড়ার আগে ন্যূ ক্যাম্পে  সংবাদ সম্মেলনে আবেগঘন মুহুর্তে চোখের পানি মুছতে মেসিকে তার স্ত্রী একটা টিস্যু পেপার দিয়েছিলো। সেটি দিয়ে চোখের পানি মুছে মেসি ফেলে দিছিলো।


কিন্তু এক ব্যক্তি সেই টিস্যু পেপারটি কুড়িয়ে নিলামে তুলে ১ মিলিয়ন ডলারে বিক্রি করে যা বাংলাদেশী টাকায় প্রায় ৮ কোটি ৪০ লক্ষ টাকা। টিস্যুটি কিনেছে এক স্প্যানিশ এক ধনকুবের। 


তার ধারণা মেসির চোখের পানি ভেজা টিস্যুতে হয় তো জীনগত উপদান থাকতে পারে। যা পরবর্তীতে ক্লোন করে মেসির মত এক অসাধারণ প্লেয়ার তৈরি করা যাবে।

খেলাধুলা এর আরও খবর: