সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বিপিএম পদক পেলেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল

 প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ০২:২৪ অপরাহ্ন   |   সফলতার গল্প


মোঃ মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:

সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বিপিএম পদক পেলেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।

মঙ্গলবার (২৯ এপ্রিল) পুলিশ সেবা সপ্তাহ-২০২৫ উদ্বোধন শেষে রাজারবাগ পুলিশ দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে পদকপ্রাপ্তের হাতে এই পদক তুলে দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

একই দিনে বিভিন্ন ক্যাটাগরিতে আরো ৬১ পুলিশ কর্মকর্তা ও সদস্যদের এ পদক দেয়া হয়েছে।

জুলাই-আগষ্ট বিপ্লবে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর মো: আরেফিন জুয়েলকে খাগড়াছড়িতে পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়। তিনি ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর খাগড়াছড়িতে যোগ দেন। খাগড়াছড়িতে যোগ দিয়েও তিনি অনেকে চাঞ্চল্যকর ও ক্লু-লেশ মামলার তথ্য উদ্‌ঘাটন করে প্রশংসা কুড়িয়েছেন।

বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক পাওয়ায় বিষয়ে পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল বলেন,দেরিতে হলেও নিষ্ঠা-সততার ফল পেয়েছি।

তিনি জুলাই-আগষ্ট বিপ্লবে শহিদদের আত্মার শান্তি কামনা করে বলেন, শত শত ছাত্র-জনতার প্রাণের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তিনি ছাত্র-জনতার রক্তে অর্জিত প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস-এর সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন যোগ্যদের মূল্যায়ন করা হলে আরো অনেক পুলিশ সদস্য কাজে উৎসাহিত হবে। এই পদক ভবিষ্যতে ভালো কাজ করতে তাকে উৎসাহিত করতে বলেও জানান তিনি।

সফলতার গল্প এর আরও খবর: