পররাষ্ট্রমন্ত্রী'র পক্ষ থেকে সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসকদের জন্যে পিপিই প্রদান,

 প্রকাশ: ২০ এপ্রিল ২০২০, ০৫:১২ অপরাহ্ন   |   সিলেট


এম আব্দুল করিম, সিলেট জেলা প্রতিনিধিঃ

করোনা  ভাইরাস (কোভিড-১৯) চিকিৎসায় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় সিলেটের বিভিন্ন হাসপাতালে পিপিই প্রদান করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপি। গত (১৯ এপ্রিল) রবিবার পিপিইগুলো হাসপাতাল কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেন পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল।


যেসব হাসপাতালে পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে পিপিই প্রদান করা হয়েছে সেগুলো হলো- শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, ওসমানী মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাব, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, কিডনি ফাউন্ডেশন ও রেড ক্রিসেন্ট।


এর আগে করোনা পরিস্থিতিতে দুর্ভোগে পড়া অসহায় মানুষের বাড়িতে খাদ্য সহায়তা পাঠান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপি। উনার ই চেষ্টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে  স্থাপন করা হয়েছে করোনাভাইরাস সনাক্তের ল্যাব। করোনার চিকিৎসার জন্য নির্ধারিত শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এসেছে নতুন ৯টি আইসিইউ বেড ও ভেন্টিলেশন।

সিলেট এর আরও খবর: