পররাষ্ট্রমন্ত্রী’র চেস্টাতে সিলেটর ‘আড়াইহাজার’ পরিবার পাচ্ছে খাদ্যসামগ্রী।
নিজস্ব প্রতিনিধি ঃ
লক ডাউনে থাকা বাংলাদেশের হতদরিদ্র পরিবারগুলির জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হচ্ছে।
এরই অংশ হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন মহোদয়ের একান্ত হস্তক্ষেপে সিলেটে আসছে বড় বরাদ্দ। ‘আড়াইহাজার’ পরিবারের জন্য আসছে দৈনন্দিক খাদ্যসামগ্রী।
জানা যায়, ২৫ টন চাল আসছে এই পরিবারগুলির জন্য। এছাড়াও সাথে রয়েছে আলু, ডাল, তেল, সাবান। যা বিতরণ করা হবে সিলেট দরিদ্র, দিনমজুর পরিবার গুলির মধ্যে। সিলেট সদর উপজেলার ৮’টি ইনিউনিয়নে বিতরণ করা হবে খাদ্যসামগ্রী। প্রথম ধাপে, আগামীকাল একশত (১০০) পরিবারের মধ্যে দেয়া হবে ১ টন চাল। প্রতি পরিবার পাবে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল, ১ কেজি তেল ও সাবান।
পরবর্তীতে ধাপেধাপে সকল হতদরিদ্র পরিবারে পৌছে দেয়া হবে খাদ্যসামগ্রী।