সিলেটে করোনা ভাইরাস শনাক্তে আজ থেকে কাজ শুরু"

 প্রকাশ: ০৭ এপ্রিল ২০২০, ০৫:৫৭ অপরাহ্ন   |   সিলেট



এম আব্দুল করিম, সিলেট জেলা প্রতিনিধিঃ


সময়ের আলোচিত করোনা ভাইরাস শনাক্তে আজ (মঙ্গলবার) থেকে সিলেট পরীক্ষা শুরু হচ্ছে। এ জন্য সিলেটে প্রস্তুত করা হয়েছে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পলিমার্স চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাব।


এ ব্যপারে জানতে চাইলে সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, সবাইকে পরীক্ষা করা হবে না। সংশ্নিষ্ট চিকিৎসকরা যাদের সন্দেহ করবেন তাদের নমুনা  সংগ্রহ করে পরীক্ষা করা হবে।


সিলেটে করোনা সন্দেহভাজন রোগীদের নগরীর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। এখানে ১০০ শয্যার আইসোলেশন ইউনিট স্থাপন করা হয়েছে।

সিলেট এর আরও খবর: