সিলেটে গ্রামবাসীর উদ্যোগে এলাকা "লকডাউন

 প্রকাশ: ০৮ এপ্রিল ২০২০, ১১:৩৬ অপরাহ্ন   |   সিলেট


এম আব্দুল করিম, সিলেট জেলা প্রতিনিধিঃ


পুরো বিশ্ব যখন কঠিন বিপদের আশংকায় আতংকিত, তাই আমাদের বাংলাদেশের পল্লীগ্রামের মানুষ ও করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি থেকে নিজে ও দেশের মানুষদের বাঁচানোর জন্যে মাঠে কাজ করছে, এমনি একটি গ্রাম হচ্ছে প্রবাসী অধ্যুশিত সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের "রামচন্দ্র পুর"। সরেজমিনে জানা যায় যে,দেশব্যাপী করোনা ভাইরাস আতংকে সরকারের নির্দেশনা অনুযায়ী মানুষকে সচেতন করার লক্ষে উক্ত গ্রামের কয়েকজন যুবক ও মুরুব্বিদের সহায়তায় গ্রামটি আজ বুধবার বিকেলে লকডাউন করা হয়। উল্লেখ্য যে এ পর্যন্ত বিশ্বনাথ উপজেলার কোথাও কোন করোনা ভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত হয়নি,কিন্তু তারপরও সতর্কতামূলক ব্যবস্থা নেয়া প্রত্যেকেরই উচিত। আর নিঃশন্দেহে এটি একটি ভালো উদ্যোগ।৫৬ হাজার বর্গমাইলের এ স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের প্রতিটি গ্রামের মানুষের উচিত নিজ থেকে সতর্ক হওয়া।

সিলেট এর আরও খবর: