সিলেটে হঠাৎ করে বেড়ে যাচ্ছে করোনা ভাইরাস উপসর্গের রোগী, উদ্বিগ্ন নগরবাসী।

 প্রকাশ: ১২ এপ্রিল ২০২০, ০৭:১১ অপরাহ্ন   |   সিলেট


এম আব্দুল করিম, সিলেট জেলা প্রতিনিধিঃঃ


বাংলাদেশসহ পৃথিবীর তাবত মোড়ল রাষ্ট্রগুলো যখন করোনা ভাইরাস নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে, ঠিক সেই মূহুর্তে প্রবাসী অধ্যুসীত সিলেটে হঠাৎ করেই করোনার 

উপসর্গ নিয়ে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা বেড়ে যাচ্ছে।  শুক্রবার বিকেলে পর্যন্ত করোনা সন্দেহে ভর্তি রোগীর সংখ্যা ছিল ৯ জন।কিন্ত শনিবার হাসপাতালে ভর্তি হন আরো ২ জন। করোনার উপসর্গ নিয়ে রোববার সকালে আরো ১ জন ভর্তি হলে ভর্তির সংখ্যা বৃদ্ধি পেয়ে এখন  দাঁড়িয়েছে ১২ জনে।

বিষয়টি আজ(১২ এপ্রিল) রোববার নিশ্চিত করেছেন সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসক  ডা. সুশান্ত কুমার মহাপাত্র।

তিনি বলেন এই সব রোগী করোনাভাইরাসে আক্রান্ত কি না তা জানা যাবে টেস্ট করার পর।

এদিকে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সিলেট জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) বিকেল পৌনে চারটার দিকে সিলেটের জেলা প্রশাসক কাজী এম. এমদাদুল ইসলাম এই ঘোষণা দিয়েছেন।

ঘোষণায় জেলা প্রশাসক বলেন, জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক সড়ক-মহাসড়ক ও নৌপথে অন্য কোনো জেলা থেকে কেউ এই জেলায় প্রবেশ করতে কিংবা এই জেলা থেকে অন্য কোনো জেলায় গমন করতে পারবেন না।তবে জরুরী সেবাগুলো ও লকডাউনের আওতামুক্ত থাকবে।এদিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের উপ পরিচালক ডাঃ হিমাংশু লাল এর বরাত দিয়ে জানানো হয় যে,ওসমানী মেডিকেল ল্যাবে যে ৪৮ জনের করোনা ভাইরাস সন্দেহে নমুনা সংগ্রহ করা হয়েছিল, পরিক্ষায় তাদের ৪৭ জনের ই রিপোর্ট নেগেটিভ বাকি একজনের রিপোর্টে কনফিউশান রয়েছে।

সিলেট এর আরও খবর: