সিলেটে ফোন দিলেই খাদ্য সামগ্রী পৌঁছে দেবে পুলিশ। এসপি মোহাম্মদ ফরিদ উদ্দিন।

 প্রকাশ: ১৩ এপ্রিল ২০২০, ০৩:৫৯ পূর্বাহ্ন   |   সিলেট



এম আব্দুল করিম, সিলেট জেলা প্রতিনিধিঃ

দেশের বর্তমান পরিস্থিতিতে  সিলেট জেলাধীন এগারোটি থানার খাদ্য সঙ্কটে থাকা মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের সহায়তা দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। সিলেটের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ ফরিদ উদ্দিন পুলিশের পক্ষ থেকে এই খাদ্য সহায়তা দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, করোনাভাইরাসের সংক্রমণের এই সময়ে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের  অনেকেই খাদ্য সঙ্কটে পড়েছেন এবং  আমাদের সাথে কেউ কেউ  যোগাযোগও করছেন,আমরা সাধ্যমত আপনাদের সাহায্য করার চেষ্টা করছি। আমাদের সিলেট জেলার এগারোটি থানার আওতাধীন মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত কোন পরিবার যদি খাদ্য সঙ্কটে পড়েন আমাদের সাথে যোগাযোগ করুন,আমরা যাচাই পূর্বক তাদের পাশে থাকার চেষ্টা করব।


০১৭৬৯-৬৯২ ৯৭৮ এই নাম্বারে অথবা ফেসবুকের মেসেঞ্জারে কেউ যোগাযোগ করলে এই খাদ্য সহায়তা তাহার নিজ বাড়িতে পাঠানো হবে বলে জানান তিনি।

সিলেট এর আরও খবর: