সিলেটের প্রথম করোনা ভাইরাস আক্রান্ত চিকিৎসকের অবস্থা আশংকাজনক,
এম আব্দুল করিম, সিলেট জেলা প্রতিনিধিঃ
সিলেটে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক সেই চিকিৎসকের শারীরিক অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে। ঢাকায় একটি হাসপাতালে আশংকাজনক অবস্থায় তাকে আইসিইউ’তে ভেন্টিলেটরে রাখা হয়েছে। যেকোনো সময়ঐ চিকিৎসকের আসতে পারে দুঃসংবাদ।
এ বিষয়টি আজ সোমবার নিশ্চিত করেছেন সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদি।
মৃত্যুর সাথে লড়াই করা এ চিকিৎসকের পরিবারের ও কাউন্সিলর কয়েছ লোদির পক্ষ থেকে সিলেটের বিভিন্ন মসজিদে করোনা আক্রান্ত রোগীর ও চিকিৎসকের জন্য দোয়া ও খতম করা হয়েছে।
উল্লেখ্য যে,গত ০৫ এপ্রিল সন্ধ্যা পৌনে ৮টায় সিলেটে প্রথম করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত রোগী হিসেবে এ চিকিৎসক শনাক্ত হয়েছেন। তারপর সিলেট শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসককে আইসোলেশনে রাখা হয়েছে। কিন্ত অবস্থার অবনতির কারনে চিকিৎসকের স্ত্রী চিকিৎসককে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় একটি হাসপাতালে নিয়ে যান।