ব্যবসায়ী সিন্ডিকেটের কালো থাবা,অসহায় গৃহবন্দী মানুষ,

 প্রকাশ: ১৪ এপ্রিল ২০২০, ১০:০২ অপরাহ্ন   |   সিলেট



এম আব্দুল করিম, সিলেট জেলা প্রতিনিধিঃ

করোনা ভাইরাস আতংকে বাংলাদেশ তথা সারা পৃথিবীর মানুষ যখন দিশেহারা,ঠিক তখনই সিলেট সহ সারাদেশে খাদ্যের সংকটে পড়েছে অসহায় দিনমজুর মধ্যবিত্ত  ও নিম্নমধ্যবিত্ত পরিবারের মানুষ।আর এ কারনে চরম মানবেতর জীবন যাপন করছে অনেক পরিবার।

এদিকে পবিত্র রমজান মাসকে  সামনে রেখে একশ্রেণীর অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম দিনের পর দিন বৃদ্ধি করে যাচ্ছে। একটি বারও চিন্তা করছে না, এ-ই করোনা ভাইরাসের ছোবলে বাংলাদেশ সহ সারাবিশ্ব আতংকিত। প্রতিদিন বিভিন্ন দেশে মানুষ মৃত্যুর প্রহর গুনছে। আর বাংলাদেশেও ধীরে ধীরে করোনা ভাইরাস সংক্রমণের হার বাড়ছে।


সরেজমিনে সিলেটের বিভিন্ন বাজার ঘোরে জানা যায় যে,চাল প্রতি বস্তায় ৫০০-৭০০ করে দাম বৃদ্ধি হয়েছে,পিঁয়াজ প্রতি কেজিতে ৩০-৪০টাকা,মশুরডাল, ছোলা,আদা,রসুন,ভোজ্যতেল,সহ প্রতিটি পণ্যের দাম হুহু করে বাড়ছে।  এতে ক্রেতারা এই সংকটের মধ্যে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন। আর এ জন্যে গৃহবন্দী অসহায় মানুষ চরম ভোগান্তির সম্মুখীন হচ্ছেন। সিলেটের দক্ষিনসুরমা থানাধীন নাজির বাজারের মেসার্সএ আম্বর খাদ্য ভান্ডারের মালিকের সাথে এ প্রতিবেদকের আলাপকালে তিনি জানান যে,দুইদিন আগে যে দাম ছিল এখন তা নেই, আমরা পানকারী বাজার থেকে বেশি দাম দিয়ে কিনে আনছি, তাই বাধ্য হয়ে দাম বেশী নিতে হচ্ছে। এখন কথা হল  দেশের এ ক্রান্তিলগ্নে এই সমস্যা থেকে সমাধান পেতে হলে ঐ সকল মজুমদার  সিন্ডিকেট ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে হবে। এব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী তথা সেনাবাহিনী কার্যকর ভুমিকা পালন করবে বলে মনে করেন সাধারণ জনগণ।

 তা ছাড়া সুশীল সমাজের অনেকের সাথে আলাপকালে তাদের অভিমত, ব্যক্ত করেন এবং বলেন যে,এসব মানবতা বিরোধী অসাধু কালোবাজারি সকল সিন্ডিকেট ব্যবসায়ীদের দ্রুত আইনের আওতায় এনে  শাস্তি দেওয়া হউক আর এ জন্যে তারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী  শেখ হাসিনার সু-দৃষ্টি কামনা করেন।

উল্লেখ্য যে,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বার বার মিডিয়ায় ঘোষনা করেছেন যে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম যেন বৃদ্ধি করা না হয় এবং এ নিয়ে বাজার মনিটরিং ও হচ্ছে কিন্তু তার পরও থামছেনা কালোবাজারিদের হিংস্র নখের থাবা।

সিলেট এর আরও খবর: