টুঙ্গিপাড়ায় পাওনা টাকা ফেরত চাওয়ায় যুবককে মারধর।

 প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২০, ১১:০৬ পূর্বাহ্ন   |   টুঙ্গিপাড়া


গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পাওনা টাকা ফেরত চাওয়ায় মারধর করা হয়েছে এক যুবককে। মারধরের শিকার দুলাল বসু (৩৭) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। আজ শনিবার সকাল ১১ টায় উপজেলার নবুখালী গ্রামে এ ঘটনা ঘটে।


আহত দুলাল বসুর স্ত্রী লোপা বসু জানান, একই গ্রামের মৃত ফনিন্দ মন্ডলের ছেলে সদানন্দ মন্ডলকে (৪৫) এক লক্ষ টাকা দাদন হিসাবে দিয়েছিলো তার শ্বশুর। সেই টাকার লাভ হিসাবে সদানন্দ প্রতি বছর তাদের ধান দিয়ে আসতো। কিন্তু শ্বশুর মারা যাওয়ার পর তিনি ধান দেয়া বন্ধ করে দেয়। তখন তার স্বামী দুলাল বসু সদানন্দের কাছে টাকা ফেরত চাইলে নানা রকম টালবাহানা করতে থাকে। এরপর শনিবার সকালে প‚নরায় টাকা ফেরত চাইলে লাঠি দিয়ে মাথায় ও শরীরে আঘাত করে।


তিনি আরো জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে পরিবারের সদস্যরা মারামারির ঘটনা স্থল থেকে আহত দুলাল বসুকে হাসপাতালের উদ্যেশ্যে রওনা দিলে সদানন্দ ও তার ৩ ভাই পথ আটকে তাদের হুমকি দেয়।


এবিষয়ে জানতে সদানন্দের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। তখন তার বোন সীমা মন্ডলের কাছে মোবাইল নম্বর চাইলে দিতে চাননি।


টুঙ্গিপাড়া থানার ওসি এএফএম নাসিম বলেন, মারামারির ঘটনায় কোন অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।

টুঙ্গিপাড়া এর আরও খবর: