ঈদউল আযহা উপলক্ষে বেনাপোল স্থলবন্দরে টানা পাঁচ দিন আমদানি-রপ্তানি বন্ধ

 প্রকাশ: ১৪ জুন ২০২৪, ১০:৪৭ অপরাহ্ন   |   পুজিবাজার



    

মনা,নিজস্ব প্রতিনিধিঃ

ঈদউল আযহা উপলক্ষে বেনাপোল স্থলবন্দরে শুক্রবার (১৪জুন) থেকে মঙ্গলবার (১৮জুন) পর্যন্ত টানা পাঁচ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এসময়ে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করতে পারবেন বলে জানান বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম।


বুধবার (১৮ জুন) সকাল থেকে যথারীতি বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।


বেনাপোল স্থলবন্দর সি এন্ড এফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, ঈদউল আযহা উপলক্ষে ১৪থেকে ১৮ জুন পর্যন্ত টানা পাঁচদিন বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। বিষয়টি ভারতের পেট্রাপোল (হরিদাসপুর) স্থলবন্দর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনকে অবহিত করা হয়েছে।