নাটোরের বড়াইগ্রামে কাভার্ডভ্যান চাপায় এ এসআই নিহত।
বড়াইগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত এএসআই একরামুল ইসলাম নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে বড়াইগ্রামের থানা মোড় জননী হাসপাতালের সামনে এই দূর্ঘটনা ঘটে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস জানান, মোটরসাইকেলটিকে একরামকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায় একটি কাভার্ডভ্যান। ঘটনাস্থলেই সে মারা যান।
নিহত এএসআইয়ের সঙ্গে থাকা বাংলাদেশ পুলিশের পরিচয় পত্রের তথ্যের ভিত্তিতে পুলিশ হেডকোয়ার্টার্সকে অবগত করে জানা যায়, নিহতের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকূপায় এবং তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত ডিআইজির কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। এএসআই আকরামুল নিজবাড়ি ঝিনাইদহ থেকে কর্মস্থল ঢাকাতে মোটরসাইকেলে করে ফিরছিলেন। তিনি।
পরে একরামুল ইসলামের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সেই সঙ্গে তার মোটরসাইকেলটি বনপাড়া হাইওয়ে থানার পুলিশ হেফাজতে নিয়েছে