মেহেরপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৪ জন।
মেহেরপুর জেলা প্রতিনিধি
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৪ জন। এ নিয়ে মেহেরপুর জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল বর্তমানে ২০ জনে। এছাড়াও জেলায় সুস্থ হয়েছেন ৫৩৫ জন। কোভিড -১৯ জেলা ১৫ জনের মৃত্যু হয়েছে।
রবিবার বিকালে মেহেরপুরে নতুন করে আরও ৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন, মেহেরপুরে সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দিন।
মেহেরপুরে সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দিন বলেন, করোনা ভাইরাস সন্দেহে সোয়াব পরীক্ষার জন্য যে নমুনা পাঠানো হয়েছিল তার মধ্যে আরো ২১ জনের রিপোর্ট এসেছে যার ৪ টি পজিটিভ। নতুন করে করোনা ভাইরাসে শনাক্ত হওয়া ৪ জনই সদরে উপজেলার বাসিন্দা।
সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দিন আরোও বলেন, মেহেরপুরে করোনা বিস্তার রোধে মাস্ক ব্যবহারসহ কঠোরভাবে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জেলাবাসীর প্রতি অনুরোধ জানান তিনি।