সাবেক ভূমি মন্ত্রী শামসুর রহমানের মৃত্যুতে রাসিক মেয়র লিটনের শোক।

 প্রকাশ: ০২ এপ্রিল ২০২০, ০৭:৫৬ অপরাহ্ন   |   রাজধানী



লিয়াকত হোসেন রাজশাহীঃ

সাবেক ভূমি মন্ত্রী, পাবনা-৪ আসনের (ঈশ্বরদী-আটঘরিয়া) সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা ও ভাষা-সৈনিক শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন মেয়র।

শোক বার্তায় মেয়র মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তোপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। 

উল্লেখ্য, বৃহস্পতিবার ভোরে ঢাকা ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন সাবেক ভূমি মন্ত্রী, পাবনা-৪ আসনের (ঈশ্বরদী-আটঘরিয়া) সংসদ সদস্য ও পাবনা জেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা ও ভাষা-সৈনিক শামসুর রহমান শরীফ ডিলু (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

রাজধানী এর আরও খবর: