ঢাকাস্থ বেনাপোল সমিতির জাঁকজমকপূর্ণভাবে তৃতীয় বার্ষিকী উদযাপিত।

 প্রকাশ: ৩১ অক্টোবর ২০২০, ০৩:৩১ পূর্বাহ্ন   |   রাজধানী


মনা বেনাপোল (যশোর)প্রতিনিধিঃ আনন্দ উল্লাস উদ্দীপনার মধ্যে দিয়ে ঢাকাস্থ বেনাপোল সমিতির তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে৷


বুধবার (২৮ অক্টোবর) ঢাকাস্থ বেনাপোল সমিতির অস্থায়ী কার্যালয় ট্রপিক্যাল রাজিয়া শপিং কমপ্লেক্স ভবনস্থ টস রেস্টুরেন্টে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সমিতির সভাপতি দেবাশীষ চক্রবর্তী  শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ।


উল্লেখ্য বিগত ২৮/১০/২০১৭ তারিখে “ঢাকাস্থ বেনাপোল সমিতির” প্রাণপ্রিয় সংগঠন প্রতিষ্ঠিত হয়।


এ সময় সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ, উপদেষ্টামণ্ডলীর সদস্যবৃন্দ, অডিট ও নিরীক্ষা কমিটির সদস্যবৃন্দ এবং সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত সকল সদস্যই সমিতির ৩য় প্রতিষ্ঠাবার্ষিকীতে তাঁদের অনুভূতি প্রকাশ করেন ও সমিতির সর্বাঙ্গীন কল্যাণ কামনা করেন


কমিটির সভাপতি দেবাশীষ চক্রবর্তী ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ একই সুরে বলেন, আপনাদের সকলের সহযোগিতা ও ভালবাসায় হাটি-হাটি পা-পা করে আজ সমিতি সফলতার সাথে তিনটি বছর পার করেছে।  সমিতির ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনাদের সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও অনাবিল শুভেচ্ছা ৷ ঢাকাস্থ বেনাপোল সমিতি একটি অরাজনৈতিক সমাজসেবা মূলক অন্যতম প্রতিষ্ঠান৷


পরিশেষে সমিতির সভাপতি সমাপনী বক্তব্য প্রদান করেন ও সাধারণ সম্পাদক সবাইকে ধন্যবাদ জানিয়ে সকলের উপস্থিতিতে কেক কেটে সমিতির ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয় এবং সমিতির পক্ষ থেকে আয়োজিত আপ্যায়ন পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।

রাজধানী এর আরও খবর: