সৈয়দপুর আর্ট একাডেমি উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতা ২০২৩

স্টাফ রিপোর্টার,
নীলফামারী জেলার সৈয়দপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে আজ ১৮ই মার্চ রোজ শনিবার দিনব্যাপী
সৈয়দপুর রেলওয়ে অফিসার্স ক্লাবে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছেন সৈয়দপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় একশত পঞ্চাশজন শিক্ষার্থী।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবেয়া আলিম সংরক্ষিত নারী সংসদ-২৩
বিশেষ ছিলেন বিশেষ অতিথি মো:রবিউল আলম উপজেলা নির্বাচন অফিসার, ইঞ্জিনিয়ার রাশেদুজ্জামান রাশেদ আওয়ামীনেতা, রাজিয়া সুলতানা নেত্রী মহিলা আওয়ামিলীগ, মোঃমামুনুর রহমান প্রধান শিক্ষক তুলশীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোছাঃহাফিজা খাতুন প্রধান শিক্ষিকা রহমাতুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়,মোঃ রবিউল আউয়াল রবি, মোঃ বুলবুল সরকার প্রোপাইটার শাপলা মেটালিক। মোঃজাহাঙ্গীর আলম প্রোপাইটার ফায়জান কম্পিউটার এন্ড ল্যাপটপ গ্যালারি।
উক্ত চিত্রাংকন প্রতিযোগিতায় প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের মাঝে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান প্রাপ্ত শিক্ষার্থীদের সনদ ও ক্রেস্ট প্রদান করা হয় ।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ আমির হোসেন প্রতিষ্ঠাতা সৈয়দপুর দর্পণ স্বেচ্ছাসেবী সংগঠন।