যশোর ডিবি পুলিশের অভিযানে চাঁচড়া রায়পাড়া আলতাবের মোড়স্থ এলাকা থেকে ২ টি বার্মিজ চাকু সহ গ্রেফতার-১।

 প্রকাশ: ১৩ মে ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ন   |   সারাদেশ



মনা যশোর প্রতিনিধিঃ

ইং ১১/০৫/২০২৫খ্রিঃ জেলা গোয়েন্দা শাখা(ডিবি), যশোরের 

এসআই(নিঃ)/ খান মাইদুল ইসলাম রাজীব, এসআই(নিঃ)/বিপ্লব সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি টিম কোতয়ালী মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে রাত ০০.৪০ ঘটিকায় অত্র থানাধীন চাঁচড়া রায়পাড়া আলতাবের মোড়স্থ এলাকা হতে মোঃ আব্দুর সাত্তার (৩৫), নামের এক ব্যক্তিকে দুটি বার্মিজ টিপ চাকু সহ গ্ৰফতার করেছে। এর আগেও তার বিরুদ্ধে থানায় একটি মামলা রয়েছে।


এসংক্রান্তে থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


গ্ৰেফতারকৃত আসামির নাম ও ঠিকানাঃ 

মোঃ আব্দুর সাত্তার (৩৫), পিতাঃ মৃত আব্দুল মজিদ, সাং- চাচড়া রায়পাড়া, থানা- কোতয়ালী, জেলা- যশোর।

সারাদেশ এর আরও খবর: