বেনাপোলে ট্রাক্টরের ধাক্কায় একজন বাইসাইকেল আরোহীর নিহত

 প্রকাশ: ১২ মে ২০২৫, ০৬:০৩ অপরাহ্ন   |   সারাদেশ




মনা যশোর প্রতিনিধিঃ

বেনাপোলের কাগজপুকুর এলাকায় শাহজালাল ফিলিং স্টেশনের সামনে একটি ট্রাক্টরের ধাক্কায় ইসমাইল মোল্লা (১৮) নামে একজন বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রবিবার (১১ মে) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল মোল্লা বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের মমিনুর মোল্লার ছেলে।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইসমাইল মোল্লা পেশায় একজন মোটরসাইকেল গ্যারেজ মিস্ত্রি।


আজ সকালে সে বাড়ি থেকে বের হয়ে বেনাপোল বাজারে গ্যারেজে যাচ্ছিল। পথিমধ্যে যশোর থেকে ছেড়ে আসা একটি ট্রাক্টর বাইসাইকেল আরোহী ইসমাইলের পেছন দিক থেকে ধাক্কা দেয়। এ সময় সাইকেল আরোহী গুরুতর আঘাতপ্রাপ্ত হন। এক পর্যায়ে স্থানীয়রা উদ্ধার করে ফায়ার সার্ভিসের গাড়িতে করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


এ ঘটনায় ট্রাক্টরের চালক পালিয়ে গেলেও ট্রাক্টর টি জব্দ করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

সারাদেশ এর আরও খবর: