বড়াইগ্রামে উপজেলা প্রশাসনের উদ্যোগে জনতার বাজার উদ্বোধন
স্টাফ রিপোর্টার
নাটোরের বড়াইগ্রামে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং বড়াইগ্রাম পৌরসভা ও নাটোর স্বার্থ রক্ষা কমিটি ও রোভার স্কাউট এর ছাত্রদের সহযোগিতায় জনতার বাজার উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে লক্ষীকোল বাজারে অস্থায়ীভাবে এই বাজারের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান বিপুল সহ বৈষম্য বিরোধী ছাত্র নেতারা।বাজার থেকে সকল ধরনের সবজি কম মূল্যে ক্রয় করতে পারবে নিম্ন আয়ের মানুষ। উদ্বোধনী দিনে আলু, পেয়াজ, বেগুন, রসুন, মরিচ, লাউসহ বিভিন্ন সবজি বাজার থেকে কম মূল্যে বিক্রি করা হয়।এই বাজারে কম দামে সবজি কিনে খুশি ক্রেতারা। ক্রেতা আব্দুল মজিদ বলেন, সবজির পাশাপাশি এই বাজারে ডিম, ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রি করলে আমরা আরো উপকৃত হতাম। আয়োজকদের কাছে দাবি জানাই সবজির পাশাপাশি অন্যান্য পণ্য যাতে বিক্রি করে তারা। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস বলেন শ্রদ্ধেয় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আসমা শাহীন স্যারের দিক নির্দেশনায় উপজেলার লক্ষীকোল বাজারে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং বড়াইগ্রাম পৌরসভা ও নাটোর স্বার্থ রক্ষা কমিটি ও রোভার স্কাউট এর ছাত্রদের সহযোগিতায় জনতার বাজার উদ্বোধন করা হয়েছে। আমাদের উদ্দেশ্য এবং প্রত্যাশা থাকবে স্বল্প আয়ের মানুষের দুর্ভোগ নিরসন হবে এবং জনতার বাজারের উদ্যোগে অনুপ্রাণিত হয়ে আমাদের অনেকেই এই সফলতার জন্য এ কাজে এগিয়ে আসবেন বলে প্রত্যাশা করছি।