টইটই ৬ষ্ঠ বর্ষপূর্তি অ্যাওয়ার্ড পেয়েছেন কবি আবদুল হাই ইদ্রিছী
জায়েদ আহমেদ, স্টাফ রিপোর্টার:
শিশু সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রাখায় "টইটই ৬ষ্ঠ বর্ষপূর্তি অ্যাওয়ার্ড ২০২৪" পেয়েছেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শিশু সাহিত্যিক কবি আবদুল হাই ইদ্রিছী। শুক্ররার (২৯নভেম্বর) রাতে ঢাকার সেগুনবাগিচাস্থ শিশু কল্যাণ পরিষদের কনফারেন্স হল রুমে টইটই প্রকাশনীর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে কবি আজহারুল ইসলাম আল আজহারের সভাপতিত্বে ও টইটই প্রকাশনীর স্বত্বাধিকারী কবি শাহেদ বিপ্লব ও টি মনি খান রিনু'র সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন কবি ও কথাসাহিত্যিক বাবুল আনোয়ার, অতিথি ছিলেন বাংলা একাডেমির উপ-পরিচালক ড. শাহেদ মন্তাজ, সাবেক অতিরিক্ত সচিব কবি মোতাহার হোসেন, লেখক ও প্রকাশক মোস্তাক আহমদ, সব্যসাচী লেখক অধ্যাপক সুজয় কুমার পাল প্রমুখ।
উল্লেখ্য, কবি আবদুল হাই ইদ্রিছী একাধারে কবি, ছড়াকার, প্রাবন্ধিক, সাংবাদিক, সম্পাদক, প্রকাশক ও সংগঠক। তিনি ২০০১ সালে সাহিত্য চর্চা শুরু করেন। এরপর থেকে নিয়মিত লিখে চলছেন দেশের বিভিন্ন জাতীয় দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক পত্র-পত্রিকায়। বর্তমানে সুকৃতির নানা শাখায় তার নিরন্তর বিচরণ। সাহিত্য সাধনার পাশাপাশি সাংবাদিকতার মতো মহান পেশায় নিয়োজিত রয়েছেন তিনি। সম্পাদনা করছেন মাসিক শব্দচর সাহিত্য পত্রিকা।
কর্মের স্বীকৃতিস্বরুপ পেয়েছেন- বিজ্ঞানী আচার্য স্যার জগদীস চন্দ্র বসু স্মৃতি সম্মাননা-২০১৫, কাব্যকথা সাহিত্য সম্মাননা-২০১৫, বাংলাদেশ মিডিয়া ইনস্টিটিউট সম্মাননা-২০১৬, শিরোনাম গুণিজন সংবর্ধনা ২০১৬, কিশোরকন্ঠ ফাউন্ডেশন কতৃক "তরুণ লেখক সংবর্ধনা-২০১৫" শব্দকলা ছড়া সাহিত্য পদক-২০১৯ সহ বেশ কিছু পুরস্কার ও সম্মাননা।