নাটোরের বড়াইগ্রামে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন.

 প্রকাশ: ২২ জানুয়ারী ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন   |   সারাদেশ




জাহিদ হাসান 


স্টাফ রিপোর্টার


নাটোরের বড়াইগ্রামে উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা চত্ত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে দুই দিন ব্যাপী মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম,মাধ্যমিক উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফ সহ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে আয়োজিত বিজ্ঞান মেলার পাশাপাশি ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হবে। মেলায় ২০টি স্টল রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার দুই দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি শেষ হবে।

সারাদেশ এর আরও খবর: