যশোর ডিবি পুলিশের অভিযানে যশোর কর্তৃক প্রতারণার মাধ্যমে আত্মসাৎকৃত একটি মাহিন্দ্রা রোরো পিকআপ উদ্ধারসহ গ্রেফতার-২।

 প্রকাশ: ২৯ জানুয়ারী ২০২৫, ১১:৩০ অপরাহ্ন   |   সারাদেশ




মনা,যশোর প্রতিনিধিঃ

ঘটনা ও গ্রেফতারের বিবরণঃ 

যশোর কোতোয়ালী মডেল থানাধীন নাজির শংকরপুর গ্ৰামের শেখ ইয়াকুব আলীর ছেলে বাদী শেখ মোঃ জামাল উদ্দিন অভিযোগ করেন তার নিজস্ব ০২টি পিকআপ(ট্রাক) ছিল এবং পিকআপ দুটি ড্রাইভার দ্বারা ভাড়ায় পরিচালনা করে আসছিলেন। পিকআপ (ট্রাক) দুইটি নাজির শংকরপুর কোল্ড ষ্টোর মোড় হতে ভাড়া খাটানোর কথা বলে ১নং গাড়ি আসামী শিমুল হোসেন চালক হিসাবে ভাড়া খাটানোর কাজে ব্যবহার করত এবং ২নং গাড়ীটি আসামী রাসেল হোসেন চালক হিসাবে ভাড়া খাটানোর কাজে ব্যবহার করত। তারা গত ইং ১০/০৭/২০২৪ খ্রিঃ সকাল অনুমান ০৯.০০ ঘটিকায় নাজির শংকরপুর কোল্ড ষ্টোর মোড় হতে গাড়ী দুটি ভাড়া খাটানোর কথা বলে তখন বাদী তাদের কথায় বিশ্বাস করে গাড়ি দুটি তাদের নিকট ভাড়া খাটাতে দেয় কিন্তু পরবর্তীতে তারা বাদীর সাথে আর কোন যোগাযোগ না করলে বাদী তাদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তারা একেক সময় একেক তথ্য দিতে থাকে তখন বাদী বুঝতে পারে আসামীদ্বয় পরস্পর যোগসাজসে পিকাপ ২টি আত্মসাৎ করেছে।


এমন তথ্যের ভিত্তিতে  যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ জিয়াউদ্দিন আহম্মেদ মহোদয় বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করেন এবং রহস্য উদঘাটনের জন্য জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরকে নির্দেশ প্রদান করেন।


উক্ত অভিযোগ ও তথ্যের ভিত্তিতে অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, যশোরের নেতৃত্বে এসআই(নিঃ)/ খান মাইদুল ইসলাম রাজিব ও অন্যান্য অফিসার ফোর্সের সমন্বয়ে একটি টিম অভিযান পরিচালনা করে ইং ২৭/০১/২০২৫খ্রিঃ রাত ২২.৩০ঘটিকায় বেনাপোল পোর্ট থানাধীন দিঘীর পাড় নামক স্থান হতে পিকআপ(ট্রাক) আত্মসাতের সাথে জড়িত আসামী মোঃ লিটন হোসেন(৩৮) কে গ্রেফতার করেন এবং পরবর্তীতে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত তার অন্য সহযোগী আসামী মোঃ রাসেল হোসেন(৩৮), এর নিকট পিকআপ(ট্রাক) আছে বলে জানান।


গ্ৰেফতারকৃত আসামীর তথ্যমতে মোঃ রাসেল হোসেন (৩৮) পিতা- মৃত বেলায়েত হোসেন, সাং-কলোনীপাড়া, থানা- বেনাপোল পোর্ট, জেলা- যশোরকে তার নিজ বাড়ি হতে গ্ৰেফতার করেন।


গ্ৰেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং তাহাদের সহযোগী পলাতক আসামী মোঃ শিমুল হোসেন (৩৬), পিতা-মোঃ ওয়াজেদ, সাং-দেয়াড়া, থানা কোতয়ালী মডেল জেলা যশোরের সহায়তায় তারা পরস্পরের যোগসাজোস করে উক্ত গাড়ী ০২টির মধ্যে মাহিন্দ্র রোরো পিক আপ গাড়ী যার রেজিঃ নং ঢাকা মেট্রো নং ১৮-২৪২০ বিক্রয় করে দিয়েছে এবং টাটা এইচ পিকআপ গাড়ীটি পলাতক আসামী শিমুলের হেফাজতে আছে বলে স্বীকার করে।


ধৃতআসামীদের স্বীকারোক্তি ও তাদের দেওয়া তথ্যমতে ইং ২৮/০১/২০২৫খ্রিঃ রাত ০০.৪৫ ঘটিকায় ঝিকরগাছা থানাধীন পৌরসভাস্থ ০৫নং ওয়ার্ডের কুত্তিপুর নাজমুল ইসলাম ট্রাক টার্মিনাল মাঠের মধ্যে ভেন্ডিং মিস্ত্রি রাজুর গ্যারেজ থেকে অপর গাড়িটি উদ্ধার করা হয়।


গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। 


এ সংক্রান্তে বাদীর দায়েরকৃত এজাহারের প্রেক্ষিতে কোতয়ালী থানায় একটি নিয়মিত মামলা রুজু হয় এবং গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়েছে।


গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানাঃ

১। মোঃ লিটন হোসেন(৩৮), পিতা-শেখ আতিয়ার রহমান, সাং-দিঘীর পাড়, থানা-বেনাপোল পোর্ট জেলা যশোর,


২। মোঃ রাসেল হোসেন(৩৮), পিতা-মৃত বেলায়েত হোসেন, সাং-কলোনীপাড়া, থানা-বেনাপোল পোর্ট জেলা যশোর।


উদ্ধারঃ

১। ০১ টি মাহিন্দ্রা ব্লোরো পিকআপ গাড়ী, (রেজিঃ নং - ঢাকা মেট্রো-ন- ১৮-২৪২০)।

সারাদেশ এর আরও খবর: