উল্লাপাড়ায় আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক.

 প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন   |   সারাদেশ




সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :

সিরাজগঞ্জের  উল্লাপাড়ায় এক নারীর সাথে অনৈতিক কাজের সময় ইউপি সদস্যকে আটক করেছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে, উপজেলার সলঙ্গা ইউনিয়নের ছোট গোজা গ্রামে। এলাকাবাসীর হাতে আটককৃত ইউপি সদস্য সলঙ্গা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বর ও নাইমুড়ি গ্রামের নুরুল ইসলাম সরকারের পুত্র শরিফুল ইসলাম শরিফ। আপত্তিকর অবস্থায় আটকের পরই নারী ও ইউপি সদস্য শরীফের ছবি ও ভিডিও মূহুর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এতে উপজেলা জুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবত ইউপি সদস্য শরীফ এই মেয়েটির সাথে অনৈতিক কার্যক্রম চালিয়ে আসছে। শুক্রবার দিবাগত  রাতে সে নারীর ঘরে ঢুকলে আমরা তাকে আটক করেছি। পরে ওই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যরা রাতেই তাকে ছাড়িয়ে নিয়ে যায়। আটক ইউপি সদস্য শরীফ বলেন, এগুলো সবই ষড়যন্ত্র। আমাকে ফাঁসানো হয়েছে। এ বিষয়ে ইউনিয়ন পরিষদে প্রশাসকের দায়িত্বে থাকা উল্লাপাড়া উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা আসয়াদ বিন রাহাত খলিল বলেন, আমি রাতেই বিষয়টি জানার পর থানায় জানিয়েছে।আগামীকাল পরিষদে অন্যান্য মেম্বারদের নিয়ে জরুরী মিটিং করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ইউএনও স্যারের কাছে সুপারিশ করা হবে।