সলঙ্গায় এসএসসিতে ২১৯৩ জন শিক্ষার্থীর অংশ গ্রহন।

 প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ০৩:১২ অপরাহ্ন   |   সারাদেশ



সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :

সিরাজগঞ্জের সলঙ্গায়  ৩ টি কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ২১৯৩ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করছে।

আগামীকাল বৃহ:বার থেকে অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমান পরীক্ষায় সলঙ্গার তিনটি কেন্দ্রে এ বছর ৩৭ টি বিদ্যালয় ও মাদ্রাসার মোট ২১৯৩ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করছে।সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ১২ টি বিদ্যালয়ের  মোট ৯৭৩ জন ও কারিগরি শাখায় ১২৫  জন শিক্ষার্থী অংশ গ্রহণ করছে।সলঙ্গা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৯টি বিদ্যালয়ের মোট ৬৬৮ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করছে এবং সলঙ্গা ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা কেন্দ্র হতে ১৬ টি মাদ্রাসার মোট ৪২৭ শিক্ষার্থী অংশ গ্রহণ করছে।সংশ্লিষ্ট তিনটি কেন্দ্রের কেন্দ্র সচিবগণ এ তথ্য নিশ্চিত করেছেন। কর্তৃপক্ষ আরও জানিয়েছেন,কেন্দ্র কমিটি,কক্ষ পরিদর্শকের দায়িত্ব বন্টনসহ পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম ইতিমধ্যেই শেষ হয়েছে।সুষ্ঠ ও সুন্দর পরিবেশে পরীক্ষা কার্যক্রম চলবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সারাদেশ এর আরও খবর: