হরিপুর থেকে রানীশংকৈল পর্যন্ত উত্তেজনা, ১৪৪ ধারা জারি ও অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ।

 প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১০:৪৯ অপরাহ্ন   |   সারাদেশ




ঠাকুরগাঁও প্রতিনিধি: হাসিনুজ্জামান মিন্টুঃ

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়নের কিসমত মৌজার জমি সংক্রান্ত বিরোধ সম্প্রসারিত হয়ে পড়ে পাশ্ববর্তী রানীশংকৈল উপজেলার ধর্মঘড় ইউনিয়নের চেকপোস্ট বাজার এলাকায়। এ ঘটনার জেরে দুই সম্প্রদায় — মালদৈয়া ও বাঙ্গালীদের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়, যা এক পর্যায়ে সহিংস সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের জেরে জনমনে চরম আতঙ্ক বিরাজ করা শুরু হয়।


সংঘর্ষের আশঙ্কাজনক মাত্রা ও সহিংসতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনার প্রেক্ষিতে  রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান জরুরি পদক্ষেপ হিসেবে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ১৪৪ ধারা জারি করেন। এই আদেশে চেকপোস্ট বাজারসহ আশেপাশের এলাকায় সব ধরনের জনসমাগম, সভা-সমাবেশ, মিছিল, মাইক ব্যবহার এবং দেশীয় অস্ত্র বহন সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।


প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যেকোনো মূল্যে জননিরাপত্তা নিশ্চিত করা হবে এবং ১৪৪ ধারা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে ওই এলাকায়আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী  মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।


উল্লেখ্য, গত শুক্রবার (১১ এপ্রিল) জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ হঠাৎ করে চরমে পৌঁছে যায়। উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হলে বেশ কিছু ঘরবাড়ি ও দোকানপাটে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে এলাকার পরিবেশ আরও উত্তপ্ত হয়ে পড়ে এবং সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়।


হরিপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফুজ্জামানের তথ্য মতে,“সে সময় পরিস্থিতিতে উভয় পক্ষ আক্রমণাত্মক অবস্থানে রয়েছিল এবং যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করা হয়েছিল। তাই জনগণের জানমাল রক্ষা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আমরা কঠোর অবস্থানে রয়েছি।”


অঞ্চলের সচেতন নাগরিক, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের এ বিষয়ে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি না করতে সকলকে অনুরোধ করা হয়েছে।


পরিস্থিতির সার্বক্ষণিক নজরদারির জন্য একটি মনিটরিং টিম  যারা মাঠপর্যায়ে উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ও দ্রুত রিপোর্ট প্রদান করছে।


জনসাধারণকে অনুরোধ করা হয়েছে, শান্তি বজায় রাখতে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে।

সারাদেশ এর আরও খবর: