খাগড়াছড়ি বন বিভাগ বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর প্রাকৃতিক বনে অবমুক্ত করে।

 প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১১:৩১ অপরাহ্ন   |   সারাদেশ



 মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি।। 


খাগড়াছড়ি বন বিভাগ বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করে প্রাকৃতিক বনে অবমুক্ত করে। গত বৃহস্পতিবার সদরস্থ গঞ্জপাড়ার একটি বিদ্যুৎ বিশিষ্ট একটি বৈদ্যুতিক খুঁটি থেকে গ্রাম বাসীরা লজ্জাবতী বানর’টিকে উদ্ধার করে খাগড়াছড়ি বন বিভাগকে খবর দেয়। খবর পেয়ে খাগড়াছড়ি বন বিভাগ বানর টিকে উদ্ধার করে খাগড়াছড়ি নিয়ে আসে এবং সেবা যত্ন করে সুস্থ করে। পরে খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে লজ্জাবতী বানর টিকে প্রাকৃতিক বনে অবমুক্ত করা হয়।


রবিবার (১৩ এপ্রিল) বিকেলে খাগড়াছড়ি আলুটিলার প্রাকৃতিক সবুজ বনে বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর টিকে অবমুক্ত করা হয়।


এসময় খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মোঃ ফরিদ মিঞা জানান, মানুষের যেমন বাঁচার অধিকার আছে তেমনি প্রাণীদের প্রকৃতিতে বাছার অধিকার রয়েছে। এসব প্রাণী প্রকৃতির অলংকার। দিন দিন বোন উজার ও শিকারের কারণে প্রকৃতি থেকে এসব প্রাণী হারিয়ে যাচ্ছে। আমরা যদি প্রাণী গুলোকে রক্ষা না করি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম লজ্জাবতী বানর দেখতে কি রকম সেটা তারা জানবে না। বন ও বন্যপ্রাণী রক্ষায় খাগড়াছড়ি বন বিভাগ কাজ করে যাচ্ছে। বন্যপ্রাণী যদি প্রকৃতিতে থাকে তাহলে বন সুন্দর এবং প্রকৃতি ভালো থাকবে।


যাতে কোন বন্যপ্রাণী শিকার এবং প্রাচার না হয় সে লক্ষ্যে খাগড়াছড়ি বন বিভাগ কিছু টহল টিম গঠন করেছে। যখনই আমরা বন্যপ্রাণী প্রাচার এবং শিকারের খবর পায় সাথে সাথে এটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিই। তাতে মনে করি এখানকার মানুষ সচেতন হবে। বন্যপ্রাণী ধরা বা শিকার করা আইনত দণ্ডনীয় অপরাধ এবং সেটা যাতে না করে পাশাপাশি আমরা সচেতনতা মূলক ক্যাম্পেইন করি।

সারাদেশ এর আরও খবর: