তাড়াশে মোবাইল না পেয়ে মাদ্রাসা ছাত্রীর আত্বহত্যা।

সিরাজগঞ্জ প্রতিনিধি :
একটি এন্ড্রয়েট মোবাইল ফোন কিনে দেয়ায় দেওয়ায় অভিমান করে আত্মহত্যা করেছে মাদ্রাসা ছাত্রী। সে সিরাজগঞ্জের তাড়াশে মাদ্রাসা পড়ুয়া এক ছাত্রী তাকমিনা খাতুন (১৩)।সে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
সে গ্রামের মো. তারিকুল ইসলামের মেয়ে ও পাশ্ববর্তী নওগাঁ ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী বলে জানা গেছে।
আজ রবিবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচ টার দিকে উপজেলার নওগাঁ ইউনিয়নের বিনোদ ভাটরা গ্রামে নিজ বাড়ির শোবার ঘরে গলায় ওড়না পেচিয়ে এ ঘটনা ঘটে।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি জানান, প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে রাত ৯ টার দিকে তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।