রংপুরের বদরগঞ্জে দুই কেন্দ্রে নকল, ৪ জন বহিষ্কার।

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের বদরগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষার মধ্যে নকলের অভিযোগে আজ মঙ্গলবার দুইটি কেন্দ্র থেকে মোট চারজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে দুইজন বদরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র এবং অপর দুইজন বদরগঞ্জ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র থেকে।
পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও পরিদর্শকরা পরীক্ষাকেন্দ্রে কঠোর নজরদারি চালান। এসময় সন্দেহভাজন কিছু পরীক্ষার্থীর আচরণ পর্যবেক্ষণ করে নকলের প্রমাণ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে তাদের বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়।
পরীক্ষা কেন্দ্র সচিবরা জানান, “নকলসহ যেকোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। পরীক্ষার পরিবেশ শৃঙ্খলাপূর্ণ রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”
বদরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “আমরা চাই প্রতিটি শিক্ষার্থী সততা ও মেধার ভিত্তিতে সফলতা অর্জন করুক। নকল করে পাওয়া সাফল্য কখনোই স্থায়ী নয়। তাই যারা নিয়ম ভাঙছে, তাদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থান নিয়েছি।”
এই ঘটনায় স্থানীয় সচেতন অভিভাবক ও এলাকাবাসী কর্তৃপক্ষের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এমন সিদ্ধান্ত ভবিষ্যতে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নৈতিকতা ও আত্মবিশ্বাস গড়ে তুলতে সহায়ক হবে।
সব শিক্ষার্থীর প্রতি আহ্বান জানানো হয়েছে—তারা যেন নকলের পথ পরিহার করে সততা, মেধা ও পরিশ্রমের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলে।