বেনাপোল চাঁদাবাজি মামলার এজাহারনামীয় ১ জন আসামীকে গ্রেফতার করেছে পোর্ট থানা পুলিশ।

 প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১১:৪২ অপরাহ্ন   |   সারাদেশ



মোঃ মোশারেফ নিজস্ব প্রতিনিধিঃ                                                                                                                                                                         বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ রাসেল মিয়া এর দিক নির্দেশনায় এসআই(নিঃ)মোঃ রাশেদুজ্জামান সহ সংগীয় ফোর্সসহ বেনাপোল পোর্ট থানা এলাকায় বিভিন্ন স্থানে ইং ২৫/০৭/২০২৫ তারিখে অভিযান পরিচালনা করে বেনপোর্ট পোর্ট থানার মামলা নং-৬, তারিখ-২৫/০৭/২০২৫ খ্রিঃ, ধারা-385/386/387/506(2) The Penal Code, 1860  এর এজাহারনামীয় আসামী মোঃ আরিফ হোসেন (২৬), পিতাঃ- মোঃ মশিয়ার রহমান কে গ্রেফতার করা হয়।


গ্রেফতার কৃত আসামীর নাম ও ঠিকানাঃ

মোঃ আরিফ হোসেন (২৬), পিতাঃ- মোঃ মশিয়ার রহমান

গ্রাম- নারায়নপুর দক্ষিণ পাড়া

পোস্ট-বেনাপোল

থানা- বেনাপোল পোর্ট

জেলা -যশোর।


গ্রেফতারকৃত আসামীকে ইং ২৫/০৭/২০২৫ তারিখ যথাযথ পুলিশ প্রহরায় মধ্যেমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

সারাদেশ এর আরও খবর: