এজাহারনামীয় আসামী জেলা যুবদলের বহিষ্কৃত প্রচার সম্পাদককে গ্রেফতার করেছে যশোর ডিবি পুলিশ ।

 প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন   |   সারাদেশ




মোঃ মোশারেফ নিজস্ব প্রতিনিধিঃ

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ এর  নেতৃত্বে এসআই(নিঃ)/অলক কুমার পিপিএম, এএসআই(নিঃ) মোঃ শামসুজ্জামান সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম ইং ২৫/০৭/২০২৫ খ্রিঃ তারিখে ২০:২৫ ঘটিকায় দক্ষিণ নামাপাড়া,তালের টেক থানা খিলক্ষেত, ডিএমপি ঢাকা হতে ইস্কান্দার আলী জনি (৪২), পিতা- মৃত শেখ সিরাজুল ইসলাম, মাতা- মৃত রাশিদা বেগম, সাং- বালিয়াডাঙ্গা, বাবলাতলা, থানা- কোতোয়ালী, জেলা-যশোরকে গ্রেফতার করে।  

জেলা যুবদলের দপ্তর সম্পাদক কামরুল ইসলামের কাছে ৫০,০০,০০০ (পঞ্চাশ লক্ষ) টাকা চাদাঁ দাবী এবং জেলা বিএনপির সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের মিথ্যা অপপ্রচার , কুৎসা, ভীতি প্রদর্শন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যশোর সেনানিবাসে ছিলো এবং সেখান থেকে জেলা যুবদলের সেক্রেটারি আনসারুল হক তাকে ভারতের পলায়ন করতে সাহায্য করেছে বলে উদ্দেশ্যমূলক ভাবে দেশ প্রেমিক সেনাবাহিনী ও দেশের মানুষের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য গুজব ছড়িয়ে দেওয়ার কারনে তিনি কোতোয়ালী মডেল থানার মামলা নাম্বার ১২(১)২৫ ধারা ৩৮৫ পেনাল কোড তৎসহ ২৫,২৯,৩১ সাইবার নিরাপত্তা আইন ২০২৩ তার নামে মামলা করে।

   

গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানাঃ ইস্কান্দার আলী জনি (৪২), পিতা- মৃত শেখ সিরাজুল ইসলাম, মাতা- মৃত রাশিদা বেগম


বর্তমান ঠিকানা- দক্ষিণ নামাপাড়া , তালেরটেক (ইয়াসিন সাহেবের বাসার  ভাড়াটিয়া) থানা-  খিলক্ষেত, ডিএমপি ঢাকা।


স্থায়ী ঠিকানা - বালিয়াডাঙ্গা, বাবলাতলা, থানা- কোতোয়ালী, জেলা-যশোর। 


গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ প্রক্রিয়াধীন রয়েছে ।

সারাদেশ এর আরও খবর: