রূপগঞ্জ থানা পুলিশ কর্তৃক ছোট দাড়িকান্দি এলাকায় ডাকাতির প্রস্তুতি সময় ১ টি বিদেশী পিস্তল, ১ রাউন্ড গুলিসহ ১ টি ম্যাগাজিন এবং ১ টি চাইনিজ কুড়ালসহ ২ ডাকাত গ্রেফতার।

মোঃ মোশারেফ নিজস্ব প্রতিনিধিঃ
২৫ জুলাই ২০২৫ খ্রিঃ দিবাগত রাত ১২.৩০ ঘটিকা হতে ১২.৪৫ ঘটিকার মধ্যে একটি সংঘবদ্ধ ডাকাত চক্র রূপগঞ্জ থানাধীন ছোট দাড়িকান্দি এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে মর্মে তথ্যের ভিত্তিতে এসআই (নিঃ) নিরঞ্জন কুমার দাস সঙ্গীয় ফোর্স নিয়ে উক্ত স্থানে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে অজ্ঞাতনামা ১০/১২ জন ডাকাত পালানোর চেষ্টা করে। এ সময় ০২ জন ডাকাতকে স্থানীয় জনগণের সহায়তায় গ্রেফতার করা হয়। তারা হচ্ছে- (১) ছাব্বির হোসেন (২৪), পিতা- সেলিম, সাং-ভাঙ্গুরা বাজার, মুরাদনগর, কুমিল্লা; বর্তমান ঠিকানা: বালিয়াপাড়া, আড়াইহাজার, নারায়ণগঞ্জ; (২) মোঃ ইউনুস (৪২), পিতা- মৃত ফজলুল করিম, মাতা- রুজিনা বেগম, সাং-ভাটি বালিয়াপাড়া, আড়াইহাজার, নারায়ণগঞ্জ। তাদের শরীর তল্লাশি করে (ক) ০১টি বিদেশি পিস্তল (Made in Japan, NO1171)
(খ) ০১টি পিস্তলের ম্যাগাজিন
(গ) ০১ রাউন্ড তাজা গুলি
(ঘ) ০১টি লোহার তৈরি কাঠের হাতলযুক্ত কুড়াল উদ্ধার করা হয়। অতঃপর রূপগঞ্জ থানায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পেনাল কোড ১৮৬০ এর ৩৯৯/৪০২ ধারা অনুযায়ী ডাকাতির প্রস্তুতি মামলা এবং
১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এফ)/১৯(ই) ধারায় পৃথক মামলা রুজু করা হয়েছে। ডাকাত ছাব্বির হোসেন (২৪) এর বিরুদ্ধে ডাকাতিসহ সন্ত্রাস বিরোধী আইনে ৫টি মামলা এবং ডাকাত মোঃ ইউনুস (৪২) এর বিরুদ্ধে ডাকাতিসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ টি মামলা রয়েছে। আসামীদের বিধি মোতাবেক থানা হতে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।