যশোর ডিবি পুলিশ অভিযানে তিন বছরের সাজাপ্রাপ্ত চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক।

 প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১০:২৩ অপরাহ্ন   |   সারাদেশ




মোঃ মোশারেফ নিজস্ব প্রতিনিধিঃ

জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোরের অফিসার ইনচার্জ এর  নেতৃত্বে এসআই(নিঃ)/অলক কুমার দে পিপিএম, এএসআই(নিঃ) মোঃ শামসুজ্জামান সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম ইং ২৭/০৭/২০২৫ খ্রিঃ তারিখে ১৪:৪৫ ঘটিকায় অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানাধীন  রামনগর হাই স্কুল সংলগ্ন ক্যান্টিন থেকে  চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ হোসেন মোল্লা (৬৫) কে গ্রেপ্তার করে। সে দীর্ঘদিন ধরে, পলাতক অবস্থায় ছিল।


তার বিরুদ্ধে জিআর নাম্বার- ৫৬১/০৬ (তিন বছরের সাজা প্রাপ্ত আসামী) জি আর গ্রেফতারী পরোয়ানা মুলতবী আছে।


গ্রেফতার কৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন প্রক্রিয়াধীন।


গ্রেফতারকৃত আসামির নাম ঠিকানা: 


নামঃ-মোঃ হোসেন মোল্লা (৬৫)

পিতা -মৃত কালু মোল্লা 

সাংঃ- রামনগর মোল্লাপাড়া 

থানাঃ- কোতোয়ালী 

জেলাঃ- যশোর।

সারাদেশ এর আরও খবর: