জন্ম ও মৃত্যু নিবন্ধনে শতভাগ সফলতা অর্জনের স্বীকৃতি স্বরূপ খাগড়াছড়ি জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে রামগড় সদর ইউনিয়ন।

 প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১০:৩১ অপরাহ্ন   |   সারাদেশ




**খাগড়াছড়ি প্রতিনিধি: মোঃ মুবিনুল ইসলাম**


জন্ম ও মৃত্যু নিবন্ধনে শতভাগ সফলতা অর্জনের স্বীকৃতি স্বরূপ খাগড়াছড়ি জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে রামগড় সদর ইউনিয়ন। এ সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় শ্রেষ্ঠ প্রশাসক হিসেবে নির্বাচিত হয়েছেন রামগড় সদর ইউনিয়ন প্রশাসক ও রামগড় উপজেলা আইসিটি কর্মকর্তা **রেহান উদ্দিন**।


২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়কালে জন্ম ও মৃত্যু নিবন্ধন শতভাগ নিশ্চিত করায় রামগড় সদর ইউনিয়নকে জেলার শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত করে **জেলা জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত ট্রান্সফোর্স কমিটি**।


রবিবার (২৭ জুলাই) দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করেন **জেলা প্রশাসক এ. বি. এম. ইফতেখারুল ইসলাম খন্দকার**।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপপরিচালক **নাজমুন আরা সুলতানা**, জেলা সিভিল সার্জন, বিভাগীয় বন কর্মকর্তা **মোঃ ফরিদ মিঞা**, জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।


খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলার ৩৮টি ইউনিয়নের মধ্যে এই অর্জন রামগড় সদর ইউনিয়নের প্রশাসনিক দক্ষতা ও তথ্য প্রযুক্তির সুচারু ব্যবস্থাপনারই প্রতিফলন। প্রশাসক রেহান উদ্দিনের এ অর্জন জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অন্য ইউনিয়নগুলোকে অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সারাদেশ এর আরও খবর: