শার্শা উপজেলা বিএনপির নেতা মফিকুল হাসান তৃপ্তি নিজ বাড়ি সনাতনকাঠি গ্রামে যান ও পারিবারিক কবরস্থানে কবর জিয়ারত শেষে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও গণসংযোগ করেন।

মোশারেফ হোসেন যশোর জেলা প্রতিনিধিঃ
আজ শনিবার, ১৮ই অক্টোবর ২০২৫, যশোরের শার্শা থানার কৃতি সন্তান, কেন্দ্রীয় বিএনপি’র সাবেক দফতর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জনাব মফিকুল হাসান তৃপ্তি নিজ গ্রামের বাড়ি সনাতনকাঠি গ্রামে যান। সেখানে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে পারিবারিক কবরস্থানে কবর জিয়ারত করেন এবং তাঁর পিতা-মাতা, ভাই সহ সকল প্রয়াত আত্মীয়স্বজনের রূহের মাগফিরাত কামনায় দোয়া করেন।
পরবর্তীতে তিনি চালিতাবাড়িয়া বাজারে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও গণসংযোগ করেন। এ সময় তিনি দেশনেতা জনাব তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” কর্মসূচি সাধারণ মানুষের মাঝে তুলে ধরেন এবং গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করেন।