যশোর শার্শা উপজেলার বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আলিম কর্তৃক ছাত্রীকে শ্লীলতাহানির প্রতিবাদে নাভারণ বাজার এলাকায় সড়ক অবরোধ ও মানববন্ধন

 প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ০৮:৪৫ অপরাহ্ন   |   সারাদেশ




মোশারেফ হোসেন যশোর জেলা প্রতিনিধিঃ

যশোরের শার্শা উপজেলার বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আলিম কর্তৃক এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় শিক্ষার্থীরা। ঘটনার প্রতিবাদে বুধবার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নাভারণ বাজার এলাকায় বিদ্যালয়ের সামনে সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।


প্রত্যক্ষদর্শীরা জানান, ক্ষুব্ধই শিক্ষার্থীরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে এবং অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। যশোর-বেনাপোল মহাসড়কটি দেশের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক পথ হওয়ায় এসময় সড়কের দুই পাশে কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।


খবর পেয়ে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান। যশোর জেলা পুলিশ সুপারের নির্দেশে প্রশাসনের কর্মকর্তারা শিক্ষার্থীদের ন্যায়বিচারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয় এবং ক্লাসে ফিরে যায়।


শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়েছে যে, আগামী ৫ নভেম্বরের মধ্যে অভিযুক্ত শিক্ষক আব্দুল আলিমের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা ও চাকরিচ্যুতির সিদ্ধান্ত নিতে হবে, অন্যথায় তারা আরও কঠোর আন্দোলনে নামবে।


এ বিষয়ে শার্শা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন, ঘটনাটি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনোভাবেই শিক্ষার্থীর মর্যাদা ক্ষুণ্ণ করার ঘটনা সহ্য করা হবে না।

সারাদেশ এর আরও খবর: