গুইমারায় পূর্ণাঙ্গ স্বাস্থ্য কমপ্লেক্স ও ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবিতে মানববন্ধন।

 প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ০৪:৩৮ অপরাহ্ন   |   সারাদেশ




মোঃ মুবিনুল ইসলাম, (গুইমারা)

খাগড়াছড়ি প্রতিনিধি: 


খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় পূর্ণাঙ্গ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনের দাবিতে এলাকাবাসী ব্যাপক মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় গুইমারা বাজারের প্রধান সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার তিন ইউনিয়ন—গুইমারা, হাফছড়ি ও সিন্দুকছড়ি—থেকে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় পাঁচ হাজার মানুষ অংশগ্রহণ করেন।


২০১৫ সালে গুইমারা উপজেলা গঠনের পরও এখানে কোনো পূর্ণাঙ্গ স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপিত না হওয়ায় এলাকাবাসী দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। বর্তমানে সামান্য অসুস্থতার চিকিৎসার জন্যও রোগীদের যেতে হয় মানিকছড়ি বা খাগড়াছড়ি সদর হাসপাতালে, যা প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার দূরে। ফলে অনেক সময় রোগীকে নিয়ে যাত্রাপথে ভোগান্তি ও প্রাণহানির ঘটনাও ঘটছে।


এছাড়া, উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় আগুন লাগলে দ্রুত উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম চালানো সম্ভব হয় না। ফলে ছোটখাটো অগ্নিকাণ্ডেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয় বলে দাবি করেন বক্তারা।


সমাজসেবক মোঃ ইউসুফের উদ্যোগে এবং সাংবাদিক আলাউদ্দিন আরিফের সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন—তিন ইউনিয়নের প্রতিনিধি আবুল বাশার, মাহবুব আলী ও জাহাঙ্গীর আলম; ধর্মীয় প্রতিনিধি স্বপন চক্রবর্তী ও মাওলানা ওসমান গনি; শিক্ষক প্রতিনিধি চাইরেপ্রু মারমা; সাংবাদিক মাঈন উদ্দিন বাবলু ও আব্দুল আলী; জনপ্রতিনিধি হরিপদ ত্রিপুরা ও আরমান হোসাইন; পেশাজীবী আবু বক্কর ও মাগফার হোসেন; এবং সমাজসেবক সাইফুল ইসলাম সোহাগ।


বক্তারা বলেন, গুইমারা এখন একটি গুরুত্বপূর্ণ উপজেলা—যেখানে জনসংখ্যা দিন দিন বাড়ছে, প্রশাসনিক কার্যক্রম বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি পার্বত্য অঞ্চলের কেন্দ্রীয় সংযোগস্থল হিসেবে এ অঞ্চলের গুরুত্বও বৃদ্ধি পেয়েছে। তাই দ্রুত সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন অত্যাবশ্যক।


মানববন্ধনের শেষে একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর হস্তান্তরের ঘোষণা দেন আয়োজকরা।

সারাদেশ এর আরও খবর: