দুর্বার বাংলাদেশ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত গৃহহীণদের জন্য নির্মিত ঘরের চাবি হস্তান্তর ও শীত বস্ত্র বিতরণ ২০২৫
আরীফ শরিফ (নড়াইল)
মানবিকতা ও অধিকারভিত্তিক সহায়তার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে দুর্বার বাংলাদেশ ফাউন্ডেশন। “অনুদান নয়, অধিকার বণ্টন করি”—এই স্লোগানকে সামনে রেখে নড়াইলের লোহাগড়া উপজেলায় গৃহহীন ও শীতার্ত মানুষের জন্য ঘরের চাবি হস্তান্তর, শীতবস্ত্র ও খাবার বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করেছে সংগঠনটি।
শনিবার (২০ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টা ৩০ মিনিটে লোহাগড়া উপজেলার সরকার পাড়া এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে নির্মিত ঘরের চাবি আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। একইসঙ্গে শীতের তীব্রতা থেকে রক্ষায় শীতার্ত মানুষের মাঝে কম্বলসহ বিভিন্ন শীতবস্ত্র বিতরণ করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে উপস্থিত উপকারভোগীদের মাঝে খাবার বিতরণ করা হয়। নারী, বৃদ্ধ ও শিশুদের জন্য প্যাকেটজাত খাবার সরবরাহ করা হয়, যা শীতের দিনে তাদের জন্য তাৎক্ষণিক স্বস্তি ও সহায়তা হিসেবে কাজ করে।
এ সময় দুর্বার বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষ থেকে উপকারভোগীদের মাঝে একটি বিশেষ সহায়তা কার্ড প্রদান করা হয়। কার্ডটির মাধ্যমে সংশ্লিষ্ট পরিবারগুলো ভবিষ্যতে বিভিন্ন সময়ে সংগঠনের কাছ থেকে খাদ্য সহায়তা, চিকিৎসা সেবা, শিক্ষা সহায়তা ও জরুরি মানবিক সহযোগিতা পাওয়ার সুযোগ পাবে বলে জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত সুবিধাভোগীদের চোখেমুখে স্বস্তি ও আনন্দের ছাপ স্পষ্টভাবে ফুটে ওঠে। অনেকেই জানান, ঘর, শীতবস্ত্র ও খাবার পাওয়ার পাশাপাশি ভবিষ্যৎ সহায়তার নিশ্চয়তা তাদের নতুন করে বাঁচার সাহস ও আশা জুগিয়েছে।
অনুষ্ঠানে দুর্বার বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিনিধিরা বলেন,
“আমরা বিশ্বাস করি সহায়তা দয়া নয়—এটি মানুষের অধিকার। সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। তাই আমাদের প্রতিটি কর্মসূচির মূল চেতনা ‘অনুদান নয়, অধিকার বণ্টন করি’।”
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বেচ্ছাসেবক ও এলাকাবাসীর উপস্থিতিতে কর্মসূচিটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। ভবিষ্যতেও সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে দুর্বার বাংলাদেশ ফাউন্ডেশন।
