চেকপোস্ট বাজারে পুলিশের অভিযানে ফেনসিডিল জব্দ, এক ব্যক্তি আটক
স্টাফ রিপোর্টার : হাসিনুজ্জামান মিন্টু
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মাদকবিরোধী তৎপরতার অংশ হিসেবে থানা পুলিশ গভীর রাতে বিশেষ অভিযান পরিচালনা করেছে। অভিযানে নিষিদ্ধ মাদক ফেনসিডিল উদ্ধারসহ একজনকে আটক করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, ২৫ ডিসেম্বর দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে থানাধীন ১ নম্বর ধর্মগড় ইউনিয়নের চেকপোস্ট বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনকভাবে অবস্থানরত এক ব্যক্তিকে তল্লাশি করে তার কাছে থাকা দুই বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
আটক ব্যক্তি মোঃ এশরাফুল আলম (৫৫)। তিনি মৃত মাহমুদ মসলিমের পুত্র এবং ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার উত্তর সোনমতি গ্রামের বাসিন্দা।
পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে তাকে রাণীশংকৈল থানায় হেফাজতে নেওয়া হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ আরও জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
