বদরগঞ্জে ছাত্র অধিকার পরিষদের লোহানীপাড়া ইউনিয়ন শাখার ১৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

 প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০১:৫২ অপরাহ্ন   |   সারাদেশ



বদরগঞ্জ প্রতিনিধি 

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, রংপুর জেলা আওতাধীন বদরগঞ্জ উপজেলার ১৫নং লোহানীপাড়া ইউনিয়ন শাখার ১৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি আগামী এক মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটি শিক্ষার্থী অধিকার রক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সংগঠনের আদর্শ বাস্তবায়নে কাজ করবে।

এ বিষয়ে বদরগঞ্জ উপজেলা আহ্বায়ক নুর আহমেদ বলেন,

“সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার জন্য এই আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আমরা আশা করি, কমিটির সদস্যরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।”

অন্যদিকে বদরগঞ্জ পৌর শাখার সদস্য সচিব হাবিবুর রহমান বকশী বলেন,

“নির্ধারিত সময়ের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি গঠন করে ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হবে।”

সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়, অনুমোদিত এই আহ্বায়ক কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে উপজেলা শাখার মাধ্যমে জেলা শাখায় তালিকা জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

সারাদেশ এর আরও খবর: